সাদাকালো রঙিন, অনন্য এক অনুভূতি, কিছুটা অম্লমধুর,
খানিক ভীষণ আনন্দ সঘন, খানিকটা গভীর বেদনা বিধুর।
মানুষ যতো বেশি মনে করে দেয় আজ ধরায় জন্মের দিন,
ততোই বেশি মনে পড়ে নির্দিষ্ট আছে পরম বিদায়ের দিন।
শুভেচ্ছা অভিবাদন উপহারে মুখের হাসি যতোই ফুটেছে,
প্রকট রূপ কান্নাটাও যেনো ভাসছে ঠিক তার পিছে পিছে।
মনের গভীরে তুলতুলে জাগিয়ে তোলে ঝংকার আনন্দের,
এভাবেও ভাবে মন শেষ নিমেষ আরেকটা বছর বরাদ্দের।
যাপিত জীবনে হিসেব কষে প্রাপ্তির অংকে বড়ো গরমিল।
প্রাপ্ত আয়ুর জীবনবায়ুর মূল্যায়নে মনে ওড়ে দুঃখের চিল।