কিছু লেখা স্রেফ চাঁদকে সাক্ষী করেই লিখি,
হয়তো স্ফটিক চাঁদও বুঝে না ঠিক কী!
শীতল বাতাস কিছুটা আঁচ করতে পারে,
চারদিক ভরে ওঠে ঠোঁটের নীরবতার 'পরে।
জোছনারা ভেঙে পড়ে সাগরের নোনা জলে,
জল সব সাঁতরে বেয়ে উঠে অতলের তলে,
আমি আরো পাহাড় ডিঙিয়ে চূড়ায় উঠি,
নাম না-জানা ফুলে গন্ধে আনন্দ লুটোপুটি।
এক চিমটি শাদা মেঘ নিয়ে জোছনার গায়-
লবণ ছিটা দিই, সবুজ পাতিলের তলায়।
মধ্যরাত পেরুলে পিপাসা মিঠাই পূর্ণিমায়।
আমাকে উপহাস করে যায় জোড়া প্রজাপতি,
লাল-নীল ডানা ঝাপটিয়ে ছুটে যায় দ্রুতগতি।