অথচ, এমন জোছনা রাতের গল্পগুলো হারিয়ে গেছে, কিছু প্রিয় মানুষও আজ পরপারে।
হায় দুঃখ, স্মৃতির পরতে জমা আগেকার সেই রাত, সুখের বরাত ফিরাতে কে পারে!
তবু, ফিরে ফিরে আসে বারবার, হাহাকার, ছন্নছাড়া খুব অপরূপ রূপালি জোছনার প্লাবন,
এই ধুধু মাঠ, নদীর পাড়, পড়ে আছে আধমরা কিছু গাছ রাস্তার ধারে, উদাস পবন।