কতটুকু দুঃখ পুষে রাখলে বুকের উপর গোলাপ ফোটে?
অজানা এই প্রশ্নে কেবল বাক্যের ব্যাপক বিলাপ জুটে।
মাটির ঘ্রাণ শুঁকতে চাওয়া ঘ্রাণেন্দ্রিয় বুঝে না বিন্দুমাত্র
কোথায় লাশ পচে আছে, কেবলি হাটে চলে পাথর গাত্র।
মুখের গোড়ায় পোড়া দাগ বীভৎসতা বিলায় দিবস রাত,
চোখের তারায় সাঁতরায় শুধু কলঙ্কের বড্ড কালো হাত।
মগজের কোষে কোষে বসে গান গায় অপ্রাপ্তির পায়রা,
সমস্ত দেহজুড়ে জুয়াড়ী আত্মা কঠিন বসিয়েছে পাহারা।
কল্পনাতে ভেসে আসে গল্পের সেই পরাজিত সৈনিক,
মাটি দিয়ে পাথর ভাঙার খুব অপচেষ্টাই চলছে দৈনিক।