হেসে নাও, ভেসে নাও সুখের সাগরে, গোপনে, সপনে,
কিছুটা খুঁজে নাও সুখ, উন্মুখ প্রিয় মুখ, অপর আপনে।
বাকি ক'দিন পরে হাসতে পাবে ভয়, নয় ছয়, দশ গগন,
পোড়া চোখে আবারও লাগবে আগুন, ছড়াবে খুব দহন।
ঝাঁঝরা কলিজায় আবারও ছুটবে বুলেট, লুট হবে সম্ভ্রম,
কচুকাটা হবে কোলের শিশু, থ্যাঁতলা হবে ভ্রূণ, অক্ষম।
গলাকাটা নববধূ, গলা টিপে মারা হবে ঘুমন্ত কিশোরীকে।
নর-নারীর উলঙ্গ দেহ টাঙানো হবে প্রাসাদের সম্মুখে।
কাটা মস্তকের স্তূপে ভরে উঠবে নগর বন্দর শহর গ্রাম,
গ্রাম থেকে গ্রাম-
পুড়িয়ে উজাড় করা হবে জনপদ, মনুষ্যচিহ্ন, নাম ধাম।
যুদ্ধ আসছে, কঠিন যুদ্ধ, ধেয়ে আসছে খুব দ্রুত গতিতে,
যেমনটা আসেনি আগে, কখনো কোনো দিন, অতীতে।