নতুন একটা সূর্যোদয় দেখতেই রাস্তার মোড়ে মোড়ে জড়ো হলো জনতা,
যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপের শহরে প্রথম সূর্যোদয়ের কী হতে পারে বারতা।
দীর্ঘদিনের গণবিধ্বংসী যুদ্ধ শেষে সৌনিকরা ফিরে যাচ্ছে আপন নিবাস,
চোখে লেগে আছে অগোছালো স্মৃতি বিস্মৃতি, একগাদা ক্ষতবিক্ষত লাশ।
বুটের তলায় লেগে আছে সন্তানহারা কোনো মা'র পোড়া খণ্ডিত হৃৎপিণ্ড,
অকপট বারুদ গন্ধ লেগে আছে হাতকাটা জামার পকেটে, নিষ্ঠুর পাষণ্ড।
প্রাণ ভরে নিঃশ্বাস নিতেই ছুটে এসেছে তুলতুলে এক দুধের শিশু অবুঝ,
বিস্ময়! সাঁজোয়া ট্যাংকে বিশ্বাসঘাতকতার শিকার, শত্রুদের হয়নি বুঝ।
লাশটানা ট্রাকে তোলা হয় যুদ্ধ শেষে সূর্যোদয় দেখতে আসা শিশুর দেহ,
ভয়াবহ নিকৃষ্ট, পিষ্ট মরদেহ অভিভাবকহীন নিতে দু'পা এগোয়নি কেহ।
সূর্যের রঙ গাঢ়তর হচ্ছে দ্রুত, বিক্ষত মানচিত্রে অলিগলি গলিত ঝাঁঝরা,
সাম্রাজ্যবাদের মহামারীতে ভুগে অনিশ্চিত ভবিষ্যতে বসে আছে দাসরা।