কে বলে দেখা যায় নারে তারে!
সর্ব দিকেই দেখা যায় খোদারে।
যেদিকে তাকাই নিচে বা উপরে,
পূর্ব ও পশ্চিম, দক্ষিণ ও উত্তরে,
ডানে বা বামে সর্বত্র বিরাজিত-
মহান স্রষ্টার সৃষ্টি নিদর্শন যতো।
অনন্য সৃষ্টি আলো বাতাস জল,
বাঁচায় প্রাণবায়ু, হৃদয়কে সচল।
তাঁরই করুণায় চলে শ্বাস প্রশ্বাস,
তাঁরই দয়া বিনে অচল নিঃশ্বাস।
মহা কারিগরি এ অনন্য অভিনব!
মানব শরীরে বেড়ে উঠে মানব।
সে দেহ ফেটে বের হয় যে প্রাণ,
সে দেহ খেয়ে বেড়ে উঠে সমান।
দিগ্বিদিক কী এক নিগূঢ় রহস্য!
ভূমি বিদীর্ণতে- ফলে ফল শস্য,
বায়ু বাষ্প জমে আকাশের তলে,
ধরার বুক সিক্ত হয় বৃষ্টি-জলে।
মৎস্য প্রাণী সকল সাগর নদীর,
কে দিয়েছেন সেথা কাছে গভীর।
আশ্চর্য রীতি চন্দ্র সূর্যকে ঘিরে!
নিজস্ব নিয়মেই উদয় অস্ত করে,
যে যার আপন কক্ষপথেই ঘুরে,
কোনো সংঘর্ষ নেই গ্রহ নক্ষত্রে।
পাখিদের একই অবয়ব চেহারা,
তবু কেমন পরস্পর চেনে তারা!


কে বলে দেখা যায় নারে তারে!
সর্বদিকেই দেখা যায় খোদারে।
খুঁজি না তারে, বুঝি না নিদর্শন,
যে দিকে তাকাই দেখি অগণন।