কাহাফের গুহায় এক পা দু'পা করে হাঁটতে হাঁটতে ভেবে ওঠে মন,
সঙ্গীদের সে' দল ঘুমিয়েই ছিলো কতো দীর্ঘ সুদীর্ঘ সময়, কতক্ষণ!
একশো দুশো নয়, গোটা তিন শতো নয় বছর গুহায় সে' সাত জন,
ঘুমিয়ে কাটিয়ে দিলো অত্যাচারী শাসকের শাসন শোষণ নির্যাতন!
এক দুই দশ, দিন মাস বৎসর যুগ, অযুত নিযুত সময়ের কাল ক্ষণ,
কতোটা সৌভাগ্য জড়িয়েছিলো তাদের, পবিত্র সকালে ঘুম ভাঙন।
স্রষ্টার রাজত্ব, সাহায্যের উপমা, আদর্শের নিদর্শন, সে' পুনর্জাগরণ,
বিশ্বাসী সংযমী সংগ্রামী যারা ঢাকা রয় স্রষ্টারি দয়ার দিয়ে আবরণ।