জীবন স্রোত যে মানে না বাধা, থাকে না থেমে,
চলে কখনো অধোগতি কখনো বা খুব উদ্যমে।
হেসে হেসেই ভাসিয়ে নেয় যা-যা কিছু মন চায়,
ইচ্ছে হলে ভাসিয়ে তোলে নূতনত্ব কিছু ডাঙায়।
কেউ হয় জয়ী, কেউ-বা ক্ষয়ী খুঁয়ে খুঁয়েই চলে,
তলেতলে কেউ খুব তলিয়ে যায় গভীর অতলে।
যতো ভালো মনভোলা স্রোতেই হোক পথ চলা,
শেষ টানে মিশিবে নিশান ফুরোলে কাল বেলা।