প্রায় শেষ কলমের কালি, কাগজের উপর নেই মনোযোগ,
কাঁত হয়ে পড়েই আছে টেবিলের কোণে, নেই যোগাযোগ।
লেখার ভাষা ভোলে পড়ে আছে অচেতন নিস্তেজ দীপ্তিহীন,
মরা সরিসৃপের মতো পড়ে আছে সপ্তাহ মাস বছর বহুদিন।
কোনদিন উন্মত্ত সকালে ঝড়ো হাওয়ায় ওড়ে যাবে অস্তিত্ব,
দাঙ্গাই লেগে যাবে কাগজের ভাঁজে ভাঁজে আঁকা কাব্যস্বত্ব।
মনে হবে সকলে মরে গেছে, বেঁচে আছে শুধু কিছু পিঁপড়া,
ইতিহাসে' ছায়াপথ বেয়ে নিযুত মাইল হেঁটে দিবেনা নাড়া।