তুমি ও'পাশ ফিরে শোও, আমি এ'পাশে শোবো।
এই উন্নতি ও অবনতির মধ্যবর্তী নীতিতে রবো-
না স্থির, অস্থির এ নিশীথে ফিস ফিস শব্দ বায়ু-
বেহায়া হুংকার দেয়, কমিয়েও দেয় শয়ন আয়ু।
চারদিকে শুনা যায় গত বাতাসের শো শো শব্দ,
করে রাখে গোটা গ্রাম শহরে মিলন-কেন্দ্র জব্দ।
এসব রাতগুলো খুব দীর্ঘ হয়, খুব বেদনা বাহক,
কেড়ে নেয় প্রাণ, অন্ধকার মুখোশে মৃত্যু গ্রাহক।
তুমি ও'পাশ হয়েই শুয়ে থাকো, বরং দুঃখ সয়ে,
না-হয় আঁধারের কালো ছায়াতে যাবো তলিয়ে।
মধ্যরাতের হাহাকারে হৃদয়ে মৃত্যু ঝেড়ে ফেলো,
আহত পাখীর ডানা ঝাপটিয়ে আওয়াজ তুলো।