দৃষ্টি তোমার আড়চোখে চায়, সৃষ্টি খোঁজেই ভুল করি,
কেমনে বৃষ্টির মতো ঝরে এতো মিষ্টি কথার ফুলঝুরি!
নীতিকথার গীতিকা গাও, বুঝা যে দায় শঠতার রেশ,
অন্তর বেশ কর্দম তবু হেসে সৎ সাজো বেশ দরবেশ!


ও! তুমি তো বেশ ধূর্ত মানুষ, কালে কালে কালপুরুষ,
তলে তলে বিষ মেখে দাও, হিংসার বিষে নেই যে হুশ!
ও! তুমি তো সেই কৌশলী লোক, অলৌকিক ক্ষমতা!
কভুও খসে গেলে মুখের মুখোশ, কোথা' লুকোবে তা!