কান্নার কারণ খুঁজতে গিয়ে কেঁদেছি আরো কতো বেশি ভীষণ কান্না,
উপেক্ষার রুক্ষ সুক্ষ তীক্ষ্ণ তীরে দ্বিখণ্ডিত এই উপোষীর হৃদয়খানা।
সময়ের অসম অসীম চাবুকে পশমে পশমে রক্ত ঝরে, কান্নাও বৃথা,
খণ্ডিত হৃদয়ে বণ্টিত আঘাত ব্যঘাত ঘটাতে অপারগ, বুকের ব্যথা।
অনাহারী যারা দু'মুঠো অন্নের খুঁজে গুঁজে মুখ বুক ভাসিয়ে কাঁদা,
সাদা পোষাকে ফেরেশতা সদৃশ পোড়া কপালি মানুষই ছোঁড়ে কাদা।
এই বরফ-গলা নদী শুকোবে না যদি আঁখিতে ভাতের গন্ধ না মাখি,
হাঁড়ির কোঠোয় একমুঠো চাল ডাল নুন পানি বেঁধে রেঁধে না রাখি।