আজ বৈশ্বিক উষ্ণতায় হিমালয়ের বরফ গলার মতো
গলে গলে পড়ছে স্মৃতির পায়রাগুলি, বাড়ছে ক্ষতো।
রোষানলের অনল আঁচল বিছিয়ে শুয়ে পড়ে নিভৃতে,
কষ্টরা কচুরিপানার মতো বাস করে সূর্য যেনো শীতে।


আবেগ জড়িয়ে কণ্ঠে কে আর ডেকে যায় আয় আয়!
অথচ এখনো আকাশ ভেঙে জোছনা নামে মোর পায়।
চিমটি কেটে আবিষ্কার করি- অনুভূতি বেশ  ঠিকঠাক,
সেদিনের ফিরে আসার গল্পতে অশ্রুসিক্ত নয়ন বাঁক।


বুকে ভর করে জন্মান্ধ ময়ূরের অবর্ণনীয় দুঃখ যেমন,
কেঁদে কেঁদে মরে আহত আত্মার আর্তনাদে হৃদয় মন।
যদি সঁপে দেওয়া যেতো মা'র কোলে এ' ক্লান্ত মাথা!
আবারও যদি ফিরে পাওয়া যেতো কান্নার স্বাধীনতা!!