ছেড়ে যাবো এ' মায়া ঘেরা পথ, প্রেমের গাঁও,
যাবে যদি দূরে কেউ, প্রিয় আমায় সঙ্গে নাও।
      বেহানের সূর্যটা যদি ডেকে আনে খুব কড়া রোদ,
      আমি সেই তাপেই খুব পোড়াবো খাঁটি দুঃখবোধ।
সৌন্দর্য ঐ দূরের আসমানে সমানেই উড়ে,
যার পুরোটাই উপভোগ্য জমিনের পাহাড়ে।
                       যদি হয় এমনি একটি মিষ্টি দুপুর,
                       ঘুরে ঘুরে হতে পারে জীবন মধুর।
কে ভাবে অতো পার্থক্যটা ভুল আর অপরাধে,
তবু কেউ কেউ দোষ-টুকুন ছেঁকে নেয় কাঁধে।
দু'-চোখে গাঢ়তর আঁধার মেখে সেজে মসৃণ এই রাত,
আঁধারে ডুবে কতো কাতর চোখ ভুলেই যাবে আঘাত।
সু-উচ্চ পাহাড় চূড়ায় উচ্চ শির
দাঁড়িয়ে এ' এক সৌন্দর্য দৃষ্টির।
           বৃষ্টির সোহাগে পরিপূর্ণতা পেয়েছে এ হৃদয়,
          মানুষই ভীষণ নির্দয় হতে পারে, প্রকৃতি নয়।
আমি ভাবি ঐ দূরের আকাশ স্থির তাকিয়ে আছে হায়,
আপন পর ভুলে সকলে মেঘ রোদ বৃষ্টি নির্দ্বিধ বিলায়।