নির্মল খাঁটি কিছুটা প্রেম দাও-
অতীব পবিত্র, নির্মোহ ভীষণ,
দুঃখ জরা ভোলে-
   তুলে নিই সুখ,
       ভরাও প্রভু এ তনু মন।


মিছে মায়া ভালোবাসা ভীষণ,
পার্থিব এ সংক্ষিপ্ত জীবন প্রভু।
বুঝেও বুঝে না এ' অবুঝ মন,
মরীচিকা জেনে-ও ছুটছে তবু।


ফেরার সে পথ অতি দীর্ঘ,
      কিংবা খুব সংকীর্ণ হোক।
হৃদয়ের স্বচ্ছতা মেখো হৃদয়ে,
কেউ বুঝুক বা না-বুঝুক লোক।