হেলায় ফেলায় কাটানো বেলায় জীবন হেরেছে অহরহ,
                                          ব্যাপক বোধহীন বাধাহীন।
অনন্তকালের আপসহীন রাস্তায় বসে ভাবে ভীষণ ভাসিয়ে বুক,
                                        পরপারে শঙ্কিত, মুখ মলিন।
বেঁচে আছে কিঞ্চিৎ আশাহীন ভাষাহীন ভালোবাসাহীন দিশাহীন,
এই দু'টো চোখ শোকে শোকে কাতর, ব্যথিত, দুঃখভরা গহীন।
বহুকাল ধরে চেয়েছি বুক ভরে, ক্ষমা করো মোরে শর্তবিহীন,
যতো যা আছে ভুল অপরাধ পাপ, অমার্জনীয় ঘৃণ্য জঘন্য হীন।