এই কুৎসিত কালো এক জোড়া হাত, খোদা, তাতে নেহাত কিছু দিয়ো।
আকুল প্রার্থনা প্রভু, করুণাময়, দয়ার পাথার, খালি হাতে না ফিরিয়ো।
অনুতপ্ত, কলুষিত এ' হৃদয়, নির্দয় নয়, আমি অযোগ্য জানি ক্ষমার!
তুমি দয়াময়, রহীম রহমান, আসমান জমিনের মালিক, করুণা অপার।
বঞ্চিত করো না, ফিরিয়ে দিয়ো না, নিয়ো না সরিয়ে দৃষ্টি, দূরেও ঠেলে,
অগণিত পাপ, অশেষ অনুতাপ, অনুগত করো মোরে অনুগ্রহের তলে।
কাকে বলি- এ' দুঃখ যাতনা ব্যথা, ক্ষমার রাত, কাকে পাতি দুই হাত!
নেই তো কেউ ক্ষমা করে, কেবলি প্রতিপালক তুমি, দুয়ারে করাগাত।
কে দেবে আর ক্ষমার দুয়ার, আশ্রয়, নিশ্চয় নেই তোমারই সমতুল্য!
নেই কোনো সত্তা, এই আত্মা ঝুঁকে, কেবল তুমিই মালিক, সর্বসাকুল্য।
দিয়ো না ফিরিয়ে, ভিখেরী এ', এক বুক আশা নিয়ে আছে শুধু চেয়ে।
ধন্য করো, ওগো ধন্য করো- মালিক, ধন্য হোক নিঃশর্ত ক্ষমা পেয়ে।