ক্ষয়, জীবনের ক্ষয়, স্রেফ সময়ের অপচয়,
মুক্তি ভোলে মৃত্যু কেনায় বেশ ব্যস্ত হৃদয়।
প্রতিদিন জানালার ফাঁকে মুক্তি দেয় উঁকি,
অথচ আমি গাঢ় ঘুমে অচেতন পড়ে থাকি।
অন্যরা কিনে শুভ্র আকাশ বায়ুর সতেজতা,
অভাগা এই, পড়ে রই মাথা মুড়ি, ব্যর্থতা।
তারপরও নিঃশব্দে কেউ ডেকে যায়, হায়,
তবুও তাড়াই তারে মুঠো ভর্তি অবহেলায়।