হন্যে হয়ে মুখের দানাপানি অন্ন
নিয়েছে যে কেড়ে ঐ হিংস্র বন্য-
বিত্তশালী যে মুখোশধারী জঘন্য
রক্তচোষা পিচাশের দল, ঘৃণ্য।


মনে হয় খেয়েই ফেলি কলিজা,
নাগালে যা হাড্ডি মাংস মজ্জা,
চিবিয়ে মেদ ভুড়ির চর্বি তাজা,
শ্বাসে চুষে নিই শরীরে রক্ত যা।


ক্ষুধার জ্বালায় জ্বলে পুড়ে ছাই,
অনলপোড়া ঝলসানো মুখ নাই,
ক্ষীণকায়ে নিরুপায় ধৈর্য তাই,
ভীষণ বিষাদের বিষ পুষে যাই।