যেনো লাজুক চোয়াল নুয়ে
কম বয়সী প্রেমিকার চেয়ে
অধিক মান অভিমান নিয়ে
হেঁটে যায় আপন পথ বেয়ে
চুমুর শরীর খেয়ে না-খেয়ে
গুঞ্জরনের তালে গান গেয়ে
সহসা হাসির উন্মেষ পেয়ে
মেঘের কালো আঁধার ধুয়ে
জোছনার আলো ছুঁয়ে ধেয়ে
লাজুক লাজুক অন্য মেয়ে।
কবিতারা বেশিই অভিমানী!
নয় যে মুনাফাভোগীর দলে
দালালি দলিল খেয়ে ফেলে
ন্যায়-নীতির সংগতি ভোলে
গুঁজে রাখা ফারাক করতলে
আঁতাত কর্ম-ধর্ম তলে তলে
মুনাফা লোভীদের পদতলে
পিষ্ট নষ্ট রুষ্ট লালসা সম্বলে
দম্ভোক্তির তিক্ততা আঁচলে
মোড়ে বাড়ি বাড়ি বেয়ে চলে
অচল মালে চড়া মূল্য তুলে।
কবিতারা বড্ডো অভিমানী!
কবিতারা খুউব অভিমানী!!