সময়ে অসময়ে আসমান সমান হতাশা ভীষণ নেয় তাড়িয়ে।
সমস্ত, যাকিছু ছিলো হারিয়ে যাবার, ঠিক একেক গিয়েছেও হারিয়ে।
শূন্য, অবাস্তব অবান্তর আবার ফেরার সামান্য সম্ভাবনা।
তবুও কেনো জ্বালাতন করে মরে উদ্ভট রঙ অর্বাচীন যতো ভাবনা!
যাকিছু ভাবি, লিখে রাখি কবিতার খাতায়, গল্প কবিতা গান।
হঠাৎ মাথা তুলে গর্জে ওঠে সেসব কবিতারাই দিয়ে যায়-
                                              ধিক্কার, গালমন্দ আপমান।
দুঃখ পেলে কষ্ট পেলে পালাই ফেলে সব, ঘুরেফিরে আবার-
                                                     খাতা খুলি কবিতার।
কীসের দুঃখ, কীসের কষ্ট, মন খারাপের প্রশ্ন কীসে'!
                                                           মনই নাই যার।