কবরের 'পরে লাগিয়ে দিয়ো দু'দশটা গোলাপ চারা,
বিয়োগ ব্যথা কমতে কমতে ক্রমান্বয়ে বাড়বে তারা।
সবে যাবে ভুলে ধীরে ধীরে তার বাসিন্দারে যতোদিন,
একটা গোটা গোলাপঝাড় দৃশ্যমান হবে ততোদিন।
বাবুই চড়ুই ময়না শালিকরা হলেও খুঁজে নিবে তায়,
অজানা কোনো কবির কবর পড়ে আছে অবহেলায়।
শুকিয়ে যাওয়া মাটির ঘ্রাণ ওড়ে যাবে ধুলোর সাথে,
মেঘ রোদ বৃষ্টি যাই হোক সৃষ্টি আমি সুখী তাতে।