হয়তো কোনো এক দীর্ঘ রাত আমি আসবো না ফিরে,
শুয়ে বসে তারা গোনে কাটাবো সময় এক নদী-তীরে,
সমুদ্রের পাড়ে অদ্ভুত মায়ায় আছড়ে পড়া ঢেউ দেখে,
অথবা লোনা বাতাসের শো শো আর্তনাদ গায়ে মেখে।
অবাক, কী আশ্চর্য শীতল সৌন্দর্য গোটা সাগরজুড়ে!
সমস্ত নীরবতা, দু'চারটা জোনাকি পোকাই শুধু ওড়ে।
কোনো একদিন, সত্যি আসবো না ফিরে, ইচ্ছে করে,
মানবতাহীন মিথ্যে মরীচিকা ও অসভ্যতার এ শহরে।
দু'চোখে হয়তো কান্না জমা রবে, অশ্রুহীন তবুও দৃষ্টি,
মন খারাপের রাতে বুকে ঝড় উঠে, হৃদয়ে রক্ত বৃষ্টি।