আমার কণ্ঠে পাথর চাপা, জমাট বেধে আছে রক্ত,
কণ্ঠস্বর শুকিয়ে যে চৌচির, চিৎকার উঠে না শক্ত।
জেগে জেগে হৃদয় পোড়াই, সমস্ত স্তব্ধ নীরবতায়,
কিছু ব্যথা কথা হয়ে নুয়ে পড়েছে বাড়ন্ত কবিতায়।
আঙুলের আগায়ও উনুনের আগুন জ্বলে গাঢ় খালি,
হাতের তালুতে ঘাঁটি গেড়ে আছে দু'এক মন কালি।
অচল হাত হাতুড়িতে পিঠিয়ে নিই, তবু অচল দশা,
হামাগুড়িতে আসে প্রাণ, পোড়া মোম ভালোবাসা।