পরাধীন মানুষ, মোটেও স্বাধীন নয়,
পাখিরা তাও কিছুটা স্বাধীন।
রাষ্ট্রের সীমানা পার হয়ে গেলেও-
তাদের তেমন অসুবিধা হয় না,
ভাষার পরিবর্তন হয় না পাখিদের।
অথচ মানুষ এক্ষেত্রে খুব অসহায়,
মায়ের ভাষার কথা বিসর্জিত হয়,
রাষ্ট্রীয় সীমানার কাঁটাতারে-
স্বপ্ন ও স্বাধীনতা আটকে পড়ে রয়,
      মানুষের কণ্টকাকীর্ণ কণ্ঠস্বর।