হ্যাঁ, কষ্টের নেই কোনো নিজস্ব রঙ,
সাদা, কালো, রঙিন, নানা রঙ বরং।
লাল রঙা কষ্ট, সবুজ রঙেও ভাসে,
কাঁচা হলুদের রঙে তো কষ্ট আসে।
যার কাছে যে রঙে ধরা দেয় যেমনি,
মনে গাঁথে, কষ্টের রঙ ঠিক তেমনি।
গাঢ় বেগুনি কষ্ট হৃদয়ে পুষে মানুষ।
গোলাপ রাঙা কিছু কষ্ট আছে নিরঙ্কুশ।
যারা বলে- কষ্টের রঙ স্রেফ নীল হয়,
বড়ো মিথ্যে, কোনোদিনও সত্য নয়।