ভেবে ভেবেই উঠছি কেঁপে,
আমলনামায় অদৃশ্য পাপে-
থেমে যাচ্ছে হৃদ হালনাগাদ,
জীবন বিষণ্ণ কালো বিষাদ।


ভয়ে ভয়ে খুব কাঁপছে বুক,
থেমে থেমে কাঁদছে দু'চোখ-
কঠিনতম সে দিনের স্মরণে,
উত্তোলিত হবো পর মরণে।


যেদিন সম্মুখে তোমার প্রভু
বন্ধ মুখ কথা কবে দেহ তবু,
অঙ্গ-প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে যে-
পাপ কে কী করেছে নিজে।


ঢেকেছো যে অপরাধ সমস্ত-
পার্থিব যতো ছোট বড়ো মস্ত,
সেদিনও লুকিয়ে রেখো তুমি
যতো যা পাপ করেছি আমি।


ওগো ক্ষমাশীল মহা-মহিম,
দয়ার সাগর অশেষ অসীম।
নিকটে ডেকে দয়ার চাদরে
আবদ্ধ করো ক্ষমার আদরে।