কথা না বলা রোগে বেশ তুমি ভুগছো,
অথবা কথা বলার কথা ভুলে গেছো।
এসব জমানো কথারাই পর্যায়ে পর্বত
হয়ে ভারী করে দিবে হৃদয় অনবরত।
জমতে জমতে মেঘ ছুঁলে কোন দিনে,
স্রোতের ঝর্ণা বইবে দু'চোখের কোনে।
যদি কখনো খুব ভূকম্পের মতো হয়,
আর ধসে খসে পড়ে পর্বতমালা ক্ষয়,
কী হবে ক্ষতি, কী পরিণতি, অজানা!
হয়তো কখনো কেউ খোঁজে পাবে না।