বিশাল ঐ আকাশ পানে চেয়ে চেয়ে আমি-
কতো যে রাত এভাবেই কাটিয়ে দিয়েছি।
হারানো এক আকাশের খোঁজে,
কোনো এক তারার খোঁজে,
একখন্ড মেঘের খোঁজে,
এক জোড়া শালিকের খোঁজে,
একটা মুখের খোঁজে, একটু সুখের খোঁজে।
অথবা, চাঁদের খোঁজে, জোছনার খোঁজে।
আকাশের বুকে আকাশ খোঁজে।
যতো দেখি, বারেবারে ভেসে আসে-
কোনো এক অজানা মুখ, চাঁদমুখ।
হাসিখানি তার চন্দ্রিমার উপহার।
চোখে মুখে যার আকাশসম উল্লাস, রহস্যভান্ডার।
কার মুখ!
কে হতে পারে ঐ মুখের মানুষ!!
নাকি নিজেই আমি!
সত্যিই কি আমি? আমার মুখ??
মরণের পরে কি আকাশেই চলে যায় মানুষ?
সেথায় কি সব মৃতদের বসবাস?
তাই মৃতদের কথা ভাবতেই কি মানুষ আকাশে তাকায়?
আকাশ পানে চেয়ে চেয়ে-
মানুষ কি তাই আপনজনদের খোঁজে? খোঁজে পায়!!