লম্বা শিঙে রঙ চঙচঙ বিশাল দেহী এক ষাঁড় দিলে ভাই কুরবানী,
খুশিতে টালমাটাল, হাঁটাচলা তালবেতাল, মোটা অংকের সম্মানী।
বুক ফুলিয়ে বলে বেড়াও, বেড়িয়ে দেখাও বিরাট পশুর ঝলকানি,
গোস্ত হবে মণের মাপে আটেরও অধিক, লোকে মুখে কানাকানি।                                                  
এমন বড়ো মোটাসোটা তাজা গরু পাড়ার লোকে আর দেখেইনি,
সুদ ঘুষেরি টাকায় এমন আট-মণি ষাঁড়, সবখানেই ফিসফিসানি।          
যে যাই বলুক, রটনা রটুক, তোমার গরু নাম্বার এক সবাই জানি,
সমাজপতি, সমাজে তুমি সম্মানী লোক, কে করে আর মানহানি!
সব বাদ লোকের কথা, কথার লতা, কে ধরে মুখে লাগাম টানি!
কুরবানীর দিন কী ঘটেছে, কী রটেছে, কথায় যে সবার টানাটানি।
প্রায় সবটুকুন ডীপ-ফ্রিজে পুরে নিলে, বিলালেই-বা কতো খানি?
সাংঘাতিক লোভের বশে আত্মীয় আর গরীব দুঃখীরও অংশখানি!
গতো মাসে মেরে দিলে লাখ টাকা যার ব্যবসার নামে বেঈমানি,
সে দিয়েছে দশ হাজারে শিঙ-ভাঙা ছোট্ট খাসি কষ্টে অনেক খানি।
পশুর আগে কুরবানী দাও মনের পশুর, কেউই না-হোক হয়রানি,
মানুষ বেহুঁশ মনে পালে পশু, পশুর পূর্বে পশুত্বকে দাও কুরবানী।