লুট হয়ে যায় দৃষ্টির সম্মুখে একটা শহর,
গুম হয়ে যায় মায়ের চোখের স্বপ্ন নগর।
নির্মম খুন হয়ে যায় সৈনিক উত্তর দক্ষিণ,
রক্তপাতহীন গলে পচে রয় দুর্গের গহীন।
এই শহরে অনেক মানুষ অচেনা অজানা,
কেউ যে কারো নয়, স্বপ্নহারা ভাঙা ডানা।
কেউই দেখে না কার কেমন কান্না আছে,
কেউ দুঃখ বুঝে, কষ্ট ভোলে এসে কাছে।
সেই কবে যে পালিয়ে গেছে পাখির দল,
নগর ফটক ফাঁকা, হতাশাদের হাতবদল।
এই শহরে প্রাণ আছে, প্রেমে হৃদয় ভরে,
খুব গভীর তবু বোবা কান্না গোঙরে মরে।