মালিক-পক্ষ লড়েন দক্ষ হামেশাই,
আইন আদালতে অতো ভয় নাই।
শ্রমিক-শ্রেণির নাকানিচুবানি চলে,
রক্ত মাংস ঘাম শোষেন কৌশলে।


উঁচু আসনে আসীন সীমাহীন যশ,
অর্থ বিত্ত ক্ষমতার জোরে সব বশ।
রীতিনীতি গড়েন ভাঙেন নিমেষে,
শ্রমিকদের কলিজায় লাঙল চষে।


কথার পূর্বেই হাত চলে দ্রুতগতির,
ইচ্ছে হলে লাথি কিল ঘুষি হাতির।
মিথ্যে অহমে চলেন বলেন তির্যক,
শোষণ শিকড় গেড়ে সাজে শাসক।


বিচার হবে এ শোষণ উৎপীড়নের,
হিসেব হবেই প্রতিটি মুহূর্ত ক্ষণের।
স্রষ্টার আইন সমান ধনী ও দরিদ্রে,
বিচারের সেই দিন নয় অতি দূরে।