মানুষ!
     কতোটা যে বদলায়!
    কতোটা যে দ্রুততায়।
নিজেও জানে না কারণ,
বুঝেও সে বুঝে না বারণ।
মানুষ!
  কতোটাই-বা বুঝে মন,
  ভোলে সে যখন তখন।
সকালে যে রূপ অমলিন,
সন্ধ্যা হলে সমস্ত বিলীন।