বাতাসে যে ওড়ে বেড়ায় রাসায়নিক বিষ,
ফুসফুসের কোষে জমা পড়ে মৃত্যু-শীস।
মস্তিষ্কে এসে ভীড় করে দুশ্চিন্তার তারা,
দুঃখ-বনে জেগে ওঠে নতুন লাখো চারা।
পৃথিবীর রাতদিন বেশ ঘন ঘোলাটে প্রায়,
পোড়া মুখ ভেসে ওঠে মাটির আয়নায়।
কিছু কিছু হতাশা বুক ভেঙে জেগে ওঠে,
উলঙ্গ সভ্যতা আজ প্রকাশিত, বিদঘুটে!
মাটির কলসি ভাঙার মতো ক্রন্দনরোল,
নেতৃত্বের গরমিলে ছাই ওড়ে শুধুই ভুল।
শোষণের বিষক্রিয়া মিশেছে স্নায়ু-রক্তে,
মানবতা অঙ্কিত কাঠে' মূর্তিতে ও তক্তে।