এই তো ক'দিন কেঁদে-টেঁদে দীর্ঘ সময় আর খবর রাখেনি কেউ!
যেনো একটা পাখি আকাশে উড়তে উড়তে মেঘে মিলিয়ে গেছে।
শূন্যতার জাল ছেঁদ করে সে আবার কখন আসবে স্মরণে মগজে,
শীতল কণ্ঠে আবারো কান্নার গুনগুনানি শুনা যাবে কি না আদৌ।


ভাবছি ভীষণ আড়ালে ঢাকা পড়া মুখটা, কেঁপে কেঁপে উঠে বুক,
এতোটা সহজেই ভুলে যাওয়া যায় তেষট্টি বছরের জীবন-যাপন!
কতো অবদানে, কতো আবেদনে, ধ্যানে-জ্ঞানে ছিলো তার মুখ,
কতো যে স্বজন সুজন, বন্ধু বান্ধব কতো প্রিয়জন, একান্ত আপন।


আজ কী হলো হায়, খুউব অসহায়, একা খুব, একাকীত্বে ভীষণ,
নিঃসঙ্গতার পোষাক পরে পড়ে আছে এক পাড়ে, নিখোঁজ সকল,
কে দিয়েছে ঠাঁই কিঞ্চিৎ হৃদয়ে, স্মরণে সম্মানে, সর্বোচ্চ আসন!
মেকি ভালোবাসা সব, মিছেমিছি মায়াজাল, সম্পর্ক সকল নকল।


চোখ বুঁজে খুব করে খুঁজি কী আছে তার পুঁজি ঐ নির্জন নিরালার!
অল্প কিছু রুটিরুজির তাগিদে কেটেছে দীর্ঘ সময় বেশ ব্যস্ততায়,
কী হবে ভাবি অভাবীর হঠাৎ পথ ফুরোয় যদি অবহেলা অবেলায়
সময় সুযোগ সামর্থ্য সব বিলিয়ে দিয়েছে যথেচ্ছা নিতান্ত সস্তায়!