তুই তো আর রাগ করিস না এখন,
নতুন কোনো বায়না তো ধরিস না আর।
এতোটা বড়োও হয়ে গেলি কখন!
হুটহাট করিস না তো কোনো আবদার।
আগে তুই খুব রাগ করতিস যখন,
ছেড়ে দিতি কথা বলা, সাক্ষাৎ, আহার।
তোর এসব ভালো লাগতো তখন,
অভিমান ভেঙে জড়িয়ে ধরতি আবার।
তোর ফুল ছিঁড়ে দিয়েছিলাম বলে,
বেদম কেঁদে কেঁদে ভাসিয়েছিলি বুক।
আরেকটা ফুল হাতে দিতেই তুলে,
তোর কান্না উধাও, বেশ হাসিখুশি মুখ।
এ'তো সেদিন, কাঁচের গ্লাস ভেঙে,
ভীত ভীষণ কেঁদে ফুলিয়েছিলি দু'চোখ।
বিনিময়ে বরং রঙ পেন্সিল পেলে,
চুমুয় চুমুয় ভরিয়ে তুলেছিলি এই বুক।
আজকাল কি খুব বড়ো হয়েছিস!
খুব করে চাস না তেমন কিছু অপ্রতুল!
আজকাল কি খুব গুলিয়ে ফেলিস-
তুই আজও অসীম এক মায়ার পুতুল।