তোমার আঁচলে মুখ মুছবার স্মৃতি মনে পড়ছে স্পষ্ট,
হাসি মুখে আত্মার কাঁদনের ছাপ, আনা-গোনা কষ্ট।


সেদিন বরণের কালে মুছে দিয়ে কপালে' ঘামরাশি,
টেনে নিয়েছো বুকে, মুখে একরাশ কারামুক্ত হাসি।
সেদিনের সে মধু ক্ষণ মনে পড়ে ভীষণ যখন তখন,
দু'চোখে ভেসে রয় দৃশ্য সে মায়ার, ভরে হৃদয়ঙ্গন।


আচ্ছা কভুও কি আমার সেই সুদিন ফিরবে আবার!
শাড়ীর ছেঁড়া পাড়ে পড়ে রবে ঘামের ছোপ আমার?
সে বড়ো আশ্রয়, বড়ো প্রশ্রয় যে মা তোমার আঁচল,
এমনি কতোশতো কষ্ট দুঃখ মুছে ভুলে গেছি সকল।