মেঘ ভাঙার শব্দ শুনে বাইরে
দরজা জানালা সব বন্ধ করে
আয়নার সম্মুখে ঘরে অন্দরে
দাঁড়াতেই দেখি-
হায় হায়, এ কী!
দু' চোখে জমে আছে কলকল
সর্বগ্রাসী থৈথৈ এক গলা জল,
ফুলে ফুঁসে ওঠা নদী অবিকল,
কিবা সাগর মহাসাগর অতল!
ঢেউয়ের নোনাজল, ছল-ছল,
অতল অনল জ্বলজ্বল উজ্জ্বল।


ঠাঁই তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি
অভ্যন্তরে ভাঙা গড়া একাকী,
দুঃখরা মুখোশে লাফিয়ে ওঠে
আধমরা উঁচুনিচু উটের পিঠে।
ঝরে হুর-হুর বেদনা বিদঘুটে,
আগাছায়ও আবছা ফুল ফুটে।


কিছু জল, হুবহু মায়ার নকল
জমেছে বরফ, শুভ্রতা মখমল,
বিগলিত স্বপ্নের লালিত সকল
ভাষা আটকে চুপ, হতবিহবল।
আঁকতে ওঠে থেমে যায় যাত্রা,
কম্পমান ঢেউয়ের অতিমাত্রা।