আমার যাবৎ কাল, ধুঁকে ধুঁকে মরা অদেখা দুঃখগুলো,
অস্পষ্ট কষ্টগুলো, বদনামের গৎ বাঁধা সব বেদনাগুলো-
কখনো, কোনদিনও চোয়ালে অশ্রু হয়ে যাবে না ঝরে।
মেঘ হয়ে দূরে, ঐ দূর আকাশেই বড় উড়ে যাবে চলে।
ভেসে বেড়াবে আকাশে, হেসে হেসে তাড়াবে জোছনা।
এই কালশিটে মেঘেরা বৃষ্টি হয়ে ফিরে আসবে একদিন,
ফিরে আসবে আবার, প্রতিবার, ফিরে আসবে বারবার।
এই মেঘেরাই বৃষ্টি হয়ে কোনদিন অঝোর ঝরে যাবে,
মুখের উপর বসা বাহারি রঙ মুখোশগুলো ধুয়ে দিবে।