মেঝেতে পড়ে আছে স্বপ্নরা, যেভাবে পড়ে থাকে-
ময়লার ঝুড়ির চারপাশে মুচড়ানো টুকরো কাগজ।
অথচ, এসব স্বপ্নরা কিছুক্ষণ আগেও আমার সাথে
চা'র টেবিলে কাপে চুমুক দিচ্ছিলো পরম তৃপ্তিতে।
উড়ে এসে এসে পড়ছে দুনিয়ার সমস্ত ধুলোবালি,
ধীরে ধীরে ঢেকে যাচ্ছে বুক মুখ, চোখের কেনারা।
সেকেন্ডে মিনিটে হারিয়ে যাচ্ছে আবেদন অবদান।
খুব দ্রুত জমা পড়ছে ময়লা মাখা ময়লার আস্তরণ,
যেনো জীবন্ত মাটি চাপায় জাহেলিয়াতের কিশোরী।
দম বন্ধ করা চাপেই দুমড়ে মুচড়ে বুকের দেয়াল।
মুখ থেকে যে ঝরছে অঝোর মৃত্যুশয্যার গোঙানি।
একটু একটু করে ডুবে যাচ্ছে কালের 'তল গহ্বরে।