সোনালী শেল্ফের তাকে তাকে সুসজ্জিত সারি সারি মদের বোতলে-
আভিজাত্যের রঙধনু আর কালো টাকায় মেকি স্বপ্নেরই স্বর্গ দোলে।


সুন্দরী ললনারা রাঙা কোমর দুলিয়ে কী এক আজব উন্মাদনা আনে
ভুঁড়িওয়ালা সাহেব-বাবুদের বুড়ো মনে ভাটা পড়া মৃতপ্রায় যৌবনে!


রঙিন ঝলমল আলো, ধবধব দেহের পসরা, কৃত্রিম ও বিকৃত প্রেমে,
নৃত্য ও গানের তালে নপুংসক আদমরাও কামুক সাজে থেমে থেমে।


ছিঃ, ছিঃ, কী বিচ্ছিরি, কী কুৎসিত, নোংরা বিলাসিতা কামরাজুড়ে,
জালিয়াতি লুটপাট ও ডাকাতির কালো টাকা দিগ্বিদিক হৈহৈ ওড়ে।


কাচের টেবিলে বেহুঁশ মুখ থুবড়ে পড়ে আছে মহৎ সমাজসংস্কারক,
কে জানে তার জীবনটাই বরবাদ, অপসংস্কৃতির গ্রাসে গোটা নরক।