তোমার ঐ কালো বুকে সোজাসুজি একটা চুমু এঁকে দিবো তাই-
এসেছি আজ এতোটা দূর, বন্ধুর পথ, মাড়িয়ে চড়াই-উতরাই।


ছেড়ে-ছুড়ে কতো আপন, পরিবার পরিজন, স্বজন সুজন কতো,
কতো দিয়েছি ত্যাগ, কাঁপা কাঁপা বুকেই এসে দাঁড়িয়েছি শক্ত।


তোমার বুকের উষ্ণতায় শীতল এ হৃদয়ে দুরুদুরু কাঁপন ধরুক,
আজ প্রয়োজনে নিখোঁজ তালিকায় আরেকটা নাম জমা পড়ুক।


কিছুটা মেলে ধরো সুগন্ধি সে বুক, সরিয়ে দাও কালো গিলাফ,
পাপীর এ মুখের মুখোমুখি হও, সমস্ত পাপ শুষে করো নিষ্পাপ।