সবুজ ঘাসে রোদের পরশ, ঝলমল শতো রঙিন আলো,
রঙতুলির যত্নে আঁকা স্বদেশ বেশ, পাশ কাটিয়ে ভোর।
অন্ধ দুয়ার বন্ধ হলো, কেটে গেলো মন্দ আলো, কালো,
চোখ মেলে যে দেখবো সুদূর, গুছিয়ে ক'টি মন্দ ঘোর।


মিষ্টি শীতল হাওয়ার দোলা বইছে ভীষণ ছন্দে দ্বন্দ্বহীন,
শতো দুঃখ ব্যথা ভোলে প্রাণ গাইছে খুশির সতত গান।
ফুল পাখীদেরও গন্ধ গানে আনন্দ অশেষ, হৃদয় গহীন,
স্বপ্ন-সুখে ভরপুর গোটা জগৎ, সুহাস ভাসে চীর অম্লান।