দেখো হে বিবেক, দেখো হে তাকিয়ে ক্ষণিক তরে,
কেমন উদিত হয় সূর্য, ফের অস্ত যায় কেমন করে।
ধরা-বাধা কী এক অদ্ভুত নিয়মে রোজ একই রীতি,
আছে কি কোনো পূর্বের সূর্য পশ্চিমে উঠার স্মৃতি?
ভেবেছো এ কার নীতি? কার এমন আদেশ হুকুম?
জেগে ওঠো, সরাও মিথ্যার পর্দা, ভাঙাও ভুল ঘুম।