বারান্দায়,
আমার আসার অপেক্ষায়,
আর কেউ বসে থাকে না!
অপেক্ষার উঁকিঝুঁকিও না।
আর কেউ-ই দৌড়ে এসে-
অনায়াসে,
ঘরের দুয়ার খুলে দেয় না!
গা বেয়ে কোলেও ওঠে না।
অন্য কেউ এখন তো আর-
মিষ্টিমুখে স্বাগত জানাবার,
হাত বাড়িয়ে ভেতরে টানার,
পানির গ্লাসে আতিথেয়তার,
প্রতীক্ষার প্রহর গুনে না।
অপেক্ষায় বসে থাকে না!!