যুগ যুগ ধরে একাধারে ধেয়ে আসছে মহা-দুর্যোগ অনুরূপ,
কী ক্ষিপ্রতা, কী ক্ষিপ্রতা! কী ভয়াবহতা তার আগুনের রূপ!


সে মহাপ্রলয়, প্রলয়ঙ্করী তুফান ঝড়, আছড়ে পড়বে সরব,
ধ্বংসযজ্ঞের মহা অর্ঘ্য নিয়ে গুঁড়িয়ে উড়িয়ে দিবে এই সব।


পোকা পতঙ্গের মতো হবে নিক্ষিপ্ত বিক্ষিপ্ত যতো মানুষ জন,
আকাশচুম্বী পাহাড় পর্বত ও বন চূর্ণিত রঙিন তুলোর মতন।


নিক্তি সেদিন দেবে স্বীকৃতি সকল কর্মের ফল ও প্রতিদান,
ভারী যার পাল্লা তারে দেবেন আল্লাহর সন্তুষ্টির জীবন দান।


আর হালকা হবে যার, কী হবে তার প্রতিদান ও পরিণাম?
চিরস্থায়ী বন্দোবস্ত নিকৃষ্ট নীচ হাবিয়া হবে উপযুক্ত ইনাম।