হে মহামারী করোনা!
    আর হা করো না,
বন্ধ করো তো হা করা মুখ,
বন্ধ করো বৈশ্বিক এ অসুখ।
মুখে পুরে নিয়েছো অনেক
নারী শিশু বৃদ্ধ যুবা কতেক,
কতো শতো তরতাজা প্রাণ,
মরে মরে ভূমি শূন্য বিরান!
দিনশেষে হিসেব আধেক,
অযুত নিযুত কোটি শতেক।
যুবতির হাতে মেহেদি রঙ,
শিশুরা মরেছে পশু বরঙ,
বৃদ্ধরা পায়নি সেবার হাত,
পুরুষরা কাপুরুষ অন্ধ রাত।
আধোয়া কাফনহীন দাফন
শেষ দেখা হয়নি প্রিয়জন,
ভাই বোন স্ত্রী পুত্র মা বাপ
আসেনি পাশে, অভিশাপ।
বহুরূপীর বেশে বহু দেশে
ভরিয়ে তো দিয়েছো লাশে,
কতো যে পরিবার নিঃশেষে-
বিলুপ্ত হয়েছে খেলে হেসে।
হ্যাঁ, সারি সারি লাশের স্তূপ,
বন্ধ করো এ মহামারী রূপ।
গোটা পৃথিবী প্রান্ত প্রান্ত ঘুরে-
ইউরোপ এ'পারে ও'পারে
ইতালি জার্মান ও মার্কিনরে,
রাশিয়া চীন ভারত অদূরে,
গিলে খেলে অগণিত প্রাণ,
এবার ওগো দাও পরিত্রাণ।
এবার ছাড়ো ভাই ছদ্মবেশ,
নইলে পৃথিবীটা হবে শেষ!
বন্ধ করো সর্বগ্রাসী এ'খেলা,
সুখে সুবাতাসে দাও দোলা।