আমার ঘরে আলো জ্বলে তবুও আমার আঁধার,
স্বল্পটুকুন সময়ও নেই নিজেকে তবু গোছাবার।
দক্ষিণের জানালায় মুখ দেয় সূর্য উত্তরে হাওয়া,
পোষা বিড়ালের মৃত্যুশোকে বন্ধ খাওয়া দাওয়া।
ধূলোর আস্তরণে ঢাকা পড়েছে বারান্দার দু'দ্বার,
হঠাৎ কবুতর জোড়াও ছেড়ে দিয়েছে পানাহার।
ছাদ-ভাঙা জোছনারা যদিও পশ্চিমের কামরায়,
বহুদিন ফাঁকা পড়ে আছে সে ভীষণ অবহেলায়।
আমি তবু ধীর পায় হাঁটি দু'হাতে মোমের ডালা,
কাকে খুঁজি বুজি আঁখি, বাকি সমস্ত ঘরে তালা।
এখানে বহু পুরোনো বাতাসও আটকে আছে যে,
দু'হাতে কুড়াই স্মৃতি পুঁতি পাথর খুব যত্নে নিজে।