জানি না কী লিখছে কথা,
কলম!
নিজের গায়ে দুঃখ ব্যথা।
মলাটে আটকানো কালির-
রন্ধ্রে রন্ধ্রে, শিরা ধমনীর
অলিন্দে, শতো সহস্রাব্দ
পুরোনো প্রতিশ্রুতির শব্দ
আগুনের স্ফুলিঙ্গ তরঙ্গে
আঘাত হানে প্রতি অঙ্গে।
অব্যক্ত বিস্ফোরণ কতো,
নৈঃশব্দেও আন্দোলিতো।
নীরবতা-মুখরে দিগ্বিদিক
তরঙ্গায়িত নীল চারিদিক।
কেবল একটি শব্দই লিখে
দিতে, একটি বাক্য শিখে
কাল-বৈশাখী আন্দোলন,
পুনর্জনমে ফের অনুক্ষণ।
তার মৌন ভাষা উচ্চারণে
আন্দোলন ওঠে আচরণে,
বিচরণে চরণতলও অচল,
হারিয়ে ফিরে যতো সম্বল।
বর্ণের আবরণে রোদ বৃষ্টি
নদী জল সাগর 'তল সৃষ্টি
রসে উল্লাসে নিশ্চল তবু,
বেঁচে রয় প্রাণ নিভু নিভু।